মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

জটিল জন্ডিস রোগ মানে রক্তে Hbs Ag + ( ve ) এর সমাধান

জটিল জন্ডিস রোগ মানে  রক্তে Hbs Ag+Positive বর্তমানে খুব মারাত্মক আকার ধারণ করে চলেছে। বিদেশগামীদের কাহারো রক্তে Hbs Ag (+Ve ) 

পাওয়া গেলে তাহাকে আনফিট করা হয়, এইচ বিএস এজি  পজিটিভ  রক্ত কাওকে দান করতে পারেন না । 

 সংক্ষেপে এটিকে  (Hbs Ag) বলা হয় । 
এর অর্থ হলো হেপাটাইটিস-বি সারফেস এন্টিজেন যা হেপাটাইটিস-বি ভাইরাসের দেহ থেকে নি:সৃত হয়ে থাকে।
 শুধুমাত্র হেপাটাইটিস-বি ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হলেই রক্তের এইচবিএস এজি (Hbs Ag)পরীক্ষা পজিটিভ হয়।লিভারে দীর্ঘস্থায়ী প্রদাহকে
 ক্রনিক হেপাটাইটিস বলে।

 

জন্ডিসের অন্যতম লক্ষণ হলো—হঠাৎ করে বমিভাব, কিংবা তীব্র বমি হওয়া। খাদ্য গ্রহণে অরুচি,
 অনীহা কিংবা দুর্বলতা বা তীব্র দুর্বলতা,শরীরের ওজন কমে যাওয়া কখনও কখনও জ্বর জ্বর ভাব বা জ্বরের মাধ্যমেও রোগের সূত্রপাত হতে পারে।
 এরপরও যদি রোগী বুঝতে না পারেন তাহলে ক্রমান্বয়ে পেটে ও শরীরের অন্যান্য অংশে পানি আসবে। এ অবস্থায় লিভারের অবস্থা মারাত্মক হয়ে যায়
 ক্রনিক হেপাটাইটিস দীর্ঘ দিন ধরে চলতে থাকলে এক সময় লিভার সিরোসিসের  উৎপত্তি হয়। লিভারের ( যকৃত) কলায় ক্ষত বা সিরোসিস
(Cirrhosis) লিভারের একটি মারাত্মক রোগ। এ রোগে লিভারের স্বাভাবিক কোষগুলো নষ্ট হয়ে  যায় এবং লিভারের ভেতর ফাইব্রাশ
 টিস্যু ঘেরা নডিউল সৃষ্টি হয়। ফলে লিভারের কর্মক্ষমতা কমে যায় বা বিনষ্ট হয় এবং লিভারের ভেতর দিয়ে রক্ত চলাচল বিঘ্নিত হয়। 


হেপাটাইটিস ‘বি’ সংক্রমণ কি করে হয়: একই সিরিঞ্জ, সুঁই বারবার ব্যবহার করা, অনিরাপদ যৌনতা/অবাধ যৌনতা, শরীরে উল্কি আঁকা,   স্যালুনে ব্যবহৃত ক্ষুর, রেজর, ব্লেড, কাঁচি হতে হাসপাতালে হেপাটাইটিস বি আক্রান্তদের পরিচর্যার কারণে, ডেন্টিষ্টের ব্যবহৃত যন্ত্রপাতি, অপারেশন থিয়েটারে ব্যবহৃত(অনিরাপদ) যন্ত্রপাতি, সিরিঞ্জ এ মাদক নেয়া, হেপাটাইটিস ‘বি’ বাহকের সিগারেট, লালা, তার সংস্পর্শে থাকা, আক্রান্তের রক্ত নেয়া, নবজাতকের আক্রান্ত হবার সমূহ সম্ভাবনা থাকে মায়ের বুকের বুকের দুধ থেকে,যদি মা হেপাটাইটিস ‘বি’ সংক্রমিত থাকেন। ( বাবা মায়ের যেকোনো একজন আক্রান্ত থাকলে তাদের নবজাতক আক্রান্ত হতে পারে ) হেপাটাইটিস ‘বি’দূষিত পানি কিংবা খাদ্যবস্তু গ্রহণের ২ থেকে ৬ সপ্তাহের মধ্যে হেপাটাইটিস এ এবং ই দ্বারা আক্রান্ত হলে লক্ষণ দেখা যায়। অপরদিকে হেপাটাইটিস বি এবং সি রোগের লক্ষণ দূষিত রক্ত কিংবা সিরিঞ্জের মাধ্যমে রোগ সংক্রমিত হওয়ার ৪ থেকে ৬ মাসের মাধ্যমে প্রকাশিত হয়। রোগের লক্ষণ দিয়ে বোঝার উপায় নেই কোন ভাইরাস দ্বারা জন্ডিস হয়েছে। আল্লাহর উপর ভরসা রেখে আমরা গ্যারান্টির সহিত চিকিৎসা করছি। চিকিৎসা  চলাকালিনসময়ে  কিছুদিন পর পর  রক্ত পরীক্ষা করতে হয়, ৪ থেকে ৬ মাসের চিকিৎসায় ইনশা আল্লাহ রোগির রক্ত পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হবে।  


 ভিপি / পার্শ্বেল যোগে ঔষধ পেতে কল করুন:  আমাদের  বিজ্ঞ হেকীম সাহেবের সাথে
 সরাসরি কথা বলে পরামর্শ নিন   >>>>>  ২২ বৎসরের অভিজ্ঞ যৌন চিকিৎসক, গভঃ রেজিষ্টার্ড, প্রথম শ্রেণীর হেকীম (চিকিৎসক), আয়ুর্বেদিক,
ইউনানী,হারর্বাল,এ্যালোপ্যাথী,হোমিওপ্যাথীতে সরকারী সনদপ্রাপ্তঃ ডা: হেকীম রফিকুল ইসলাম তালুকদার,VD RMP;DHMS;DUMS
(Dhaka).মোবাইল: ০১৭১৪ ৮৩৯ ৪৫৪ / ০১৮২৩ ৬৯১ ০০৩ প্রযত্নে: বিকল্প ( আয়ুর্বেদিক,ইউনানী, ) চিকিৎসা, চট্টগ্রাম, বাংলাদেশ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷