সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

রসবাত বা ফুলাবাত: Articular Rheumatism শুধু আয়ূর্বেদিক চিকিৎসায় আরোগ্য হয় !

 রসবাত বা  ফুলাবাত: Articular Rheumatism  এই বাত রোগ টা এ্যালোপ্যাথী চিকিৎসায় সারে না আল্লাহর রহমতে আয়ূর্বেদিক পদ্বতির শক্তিশালী ডোজ দিয়ে চিকিৎসা করা হলে এই রোগ সম্পূর্ণ আরোগ্য হয়। 




ইহা শত শত রোগীর উপর পরীক্ষিত। আপনি যদি কাজ কর্ম, চলাফেরা, রুখু- সেজদা করতে অপারগ হোন, আপনার রোগ যতই পুরাতন হউক না কেন, ইনশা আল্লাহ আপনি আমাদের চিকিৎসায়
আরোগ্য লাভ করে পূণরায় সুস্থ জীবন যাপন করতে পারবেন ইনশা আল্লাহ।

গিরা বাত শুধু গিরায় নয়, দেহের অন্যান্য অঙ্গকেও আক্রমণ করে। এ রোগে ব্যথা লঘু থেকে তীব্র হতে পারে। তীব্রমাত্রার ব্যথা
অঙ্গবৈকল্য বা বিকলাঙ্গতা পর্যন্ত গড়াতে পারে। জয়েন্ট ছাড়াও ত্বক, ফুসফুস, হার্ট, রক্ত, স্নায়ুতন্ত্র, চোখ,
পরিপাকতন্ত্রসহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গকেও আক্রান্ত হয়।এ রোগের সূত্রপাত ক্রমান্বয়ে হতে পারে, আবার হঠাৎ তীব্রমাত্রায়ও হতে পারে। 
কিছু ক্ষেত্রে সারাজীবন ভুগতে হতে পারে।

 যখন শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে প্রয়োজনাতিরিক্তভাবে কাজ করা শুরু করে তখনই এ রোগের সূত্রপাত হয়।এই বাতে শরীর আক্রান্ত হলে 
 ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ব্যবস্থা নিজের শরীরের অঙ্গ তথা গিরা বা জয়েন্ট এবং গিরার আশপাশের কোষ বা কলাকে আক্রমণ করে।
 এই আক্রমণের ফলে গিরা বা জয়েন্টের পাতলা আবরণী বা সাইনোভিয়াল মেমব্রেন বেশি ক্ষতিগ্রস্ত হয়।
 প্রদাহ জয়েন্টে অতিরিক্ত রস নিঃসরণ করে, ফলে জয়েন্ট ফুলে যায়। ফুলা ও প্রদাহ দুই-ই ব্যথার জন্য দায়ী এবং চলমান প্রদাহ সময়ে অস্থি বা কার্টিলেজ ধ্বংস করে,
 যা গিরা বা জয়েন্ট বিকলাঙ্গ করতে পারে।




এই রোগের লক্ষণ:
* হাত-পায়ের গিরাগুলো, হাঁটু, কাঁধ, কনুই ও হিপ জয়েন্টসহ আশপাশে ব্যথা হয়।
 শরীরের ডান ও বামপাশ সমভাবে আক্রান্ত হয়, যা এ রোগের একটি বিশেষ বৈশিষ্ট্য।
* সকালবেলা বা বিশ্রামের পর গিরা বা জয়েন্ট জাম হয়ে থাকে।
* গিরা বা জয়েন্ট ফুলে যাওয়া। বিশেষভাবে হাত-পায়ের গিরা ও হাঁটু।
* সব সময় ক্লান্তি বা অবসাদ ভাব হওয়া।
* পেশিতে কম বল পাওয়া এবং গিরায় জাম ধরে থাকায় শারীরিক কার্যক্ষমতার অবনতি।
* ব্যথার জন্য রাতে ঘুমাতে না পারা।
* এই রোগের সহিত ক্ষুধামন্দা এবং কমবেশী জ্বর থাকে,অরুচি,অলস্য,অপরিপাক,ডায়রিয়ার মত অবস্থা ও হয়। গিরাবাত, রসবাত, বা  ফুলাবাত অধিক কুপিত হলে খুব’ই কষ্টদায়ক হয়।
 তখন হাত,পা, মাথা,কটি,জানু,উরুতে সন্ধিস্থান সমুহে অত্যান্ত ব্যাথা- ফুলা দেখা দেয়। আমরস যে যে স্থান অবলম্বন করে সেই সেই স্থানে বৃশ্চিক দংশনের মত যাতনা,
অগ্নিমান্দ্য,মুখ ও নাক হইতে পানি যাওয়া,মুখের বিরসতা,দাহ, অধিক প্রস্রাব,অনিদ্রা,পিপাসা, বমি,হার্ট এ ব্যাথা,মলবদ্বতা বা কোষ্টকাঠিন্য,শরীরে জড়তা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়।

 যাহারা চিকিৎসা নিতে বিভিন্ন যায়গায়  গিয়ে প্রতারিত 
হয়েছেন তাহাদের প্রতি আকুল আবেদন একবার আমাদের  বিজ্ঞ হেকীম সাহেবের সাথে সরাসরি কথা বলে পরামর্শ নিন: 
    ২২ বৎসরের অভিজ্ঞ যৌন চিকিৎসক ,গভঃ রেজিষ্টার্ড, প্রথম শ্রেণীর হেকীম আয়ুর্বেদিক,
ইউনানী,হারর্বাল,এ্যালোপ্যাথী,হোমিওপ্যাথীতে সরকারী সনদপ্রাপ্তঃ  ....ডা: হেকীম রফিকুল ইসলাম তালুকদার,
VD RMP;DHMS;DUMS (Dhaka).
 প্রযত্নে: বিকল্প ( আয়ুর্বেদিক, ইউনানী, হোমিও ) চিকিৎসা, চট্টগ্রাম,
 বাংলাদেশ ।   মোবাইল: 01714 839 454 / 01823 691 003
IMO 01823 691 003
 বিকল্প চিকিৎসা চট্টগ্রাম একটি প্রতারণামুক্ত,শঠতামুক্ত,বিশ্বস্থ প্রতিষ্ঠান, আমাদের ঔষধ একবার পরিক্ষা করে দেখুন । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷